নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে করোনাকালীন সময়ে সুবিধাবঞ্চিত কর্মহীন ২৫টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২ টার দিকে রোটারী ক্লাব অব ঢাকা কাওরান বাজার ও রোটারী ক্লাব অব পদ্মা রাজশাহীর যৌথ উদ্যোগে আমনুরা মিশনে তাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন, রোটারী ক্লাব অফ পদ্মা রাজশাহীর প্রেসিডেন্ট, সোহেল সারওয়ার জাহান, তাবিথা ফাউন্ডেশরেন নির্বাহী পরিচালক স্টেফান সরেন, সভাপতি কর্ণেলিউস মুরমু, আমনুরা মিশন ষ্ট্রাস্ট বোর্ডের সাধারণ সম্পাদক হিংগু মুরমু রেভা সুবান কিস্কু প্রমুখ।

প্রতিটি পরিবারের মাঝে ২০ কেজি চাউল, ৩ কেজি মসুর ডাল, ২ লিটার তেল, ৫ কেজি আলু, ১ কেজি পেয়াঁজ, ২ কেজি লবণ, ২ কেজি আটা, ১ কেজি ছোলা, ২টি সাবান, ২টি লন্ড্রি সাবান, ২ কেজি চিড়া, ২ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি ও ২৫০ গ্রাম প্যাকেট দুধ, ১টি মাস্ক বিতরণ করা হয়।

আরও দেখুন

লালপুরে গমের নাড়া পোড়ানোর আগুনে লিচু বাগান

পুড়ে ছাই নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে গমের জমির নাড়া পোড়ানোর আগুনে পাশের বাগানের লিচু, আম,মেহগণিসহ …