শনিবার , সেপ্টেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / অর্থনীতি / নলডাঙ্গা পৌরসভার ৭ কোটি ৬৫ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

নলডাঙ্গা পৌরসভার ৭ কোটি ৬৫ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার নলডাঙ্গা পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের ৭ কোটি ৬৫ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ২৯ জুন সোমবার দুপুর সাড়ে ১২ ঘটিকার সময় নলডাঙ্গা পৌর ভবনে বাজেট ঘোষণা করেন পৌরসভার প্যানেল মেয়র-১ (ভারপ্রাপ্ত মেয়র) সাহেব আলী।

আগামী অর্থ বছরে বিভিন্ন খাত থেকে মোট আয় ধরা হয়েছে ৭ কোটি ৬৫ লক্ষ টাকা। আর মোট ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৬৫ লাখ টাকা। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১ কোটি  টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১ কোটি টাকা। সরকারি ও বিভিন্ন উন্নয়ন খাতের আয় ৬ কোটি ৬৫ লক্ষ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৬৫ লক্ষ টাকা।

উক্ত বাজেট সভায় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান,  পৌর আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর শরিফুল ইসলাম পিয়াস, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, নাটোর জেলা পরিষদ সদস্য রইছ উদ্দিন রুবেল, পৌরসভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব তাজুল ইসলাম, পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ। করোনা পরিস্থিতির কারণে এ বছর স্বল্প পরিসরে বাজেট ঘোষণা করা হয়।

আরও দেখুন

মহানবীকে নিয়ে কটুক্তি করায় প্রতিবাদে নন্দীগ্রাম ওলমা পরিষদের বিক্ষোভ মিছিল 

নিজস্ব প্রতিবেদক: বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিতের কটুক্তির প্রতিবাদে বগুড়ার …