শনিবার , সেপ্টেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের বৃদ্ধা জাহানারা হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন

নাটোরের বৃদ্ধা জাহানারা হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের শহরের কানাইখালী মহল্লার চৌধুরীপাড়ার বৃদ্ধা জাহানারা বেগম হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।

তিনি জানান, হত্যাকারী কিশোর সোহান জাহানারা বেগমের বাসায় ফুটফরমাশ খাটত। জাহানারা বেগমের একটি এন্ড্রয়েড ফোন দেখে তার লোভ হয়। বৃহস্পতিবার সকালে ওই ফোন চুরি করতে গিয়ে জাহানারা বেগম তাকে দেখে ফেলেন। তখন ভয়ে সে একটা চাকু দিয়ে জাহানারা বেগম কে বারবার আঘাত করে। এসময় জাহানারা বেগমের আর্তচিৎকারে সোহান সেখান থেকে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, শুক্রবার সোহানকে আদালতে তোলা হলে সে ১৬৪ ধারায় জাহানারা বেগম কে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

আরও দেখুন

মহানবীকে নিয়ে কটুক্তি করায় প্রতিবাদে নন্দীগ্রাম ওলমা পরিষদের বিক্ষোভ মিছিল 

নিজস্ব প্রতিবেদক: বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিতের কটুক্তির প্রতিবাদে বগুড়ার …