রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / পূর্ববঙ্গ / শেরপুরে স্কুলছাত্রী অপহরণের অভিযোগে যুবক গ্রেপ্তার

শেরপুরে স্কুলছাত্রী অপহরণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, শেরপুর:
শেরপুরের নালিতাবাড়ীতে স্কুলছাত্রী অপহরণের অভিযোগে হৃদয় মিয়া (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটে ২৫ জুন বৃহস্পতিবার উপজেলার নন্নী গ্রামে। হৃদয় ওই গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, হৃদয় মিয়া নন্নীর শহীদ সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৬ জুন ওই স্কুলছাত্রীকে নিয়ে পালিয়ে যায়। বহু খোঁজাখুঁজি করেও অভিভাবকরা স্কুলছাত্রীর সন্ধান না পেয়ে ২১ জুন ওই ছাত্রীর অভিভাবক নালিতাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহম্মেদ বাদল বলেন, কিশোরী পিতার অভিযোগের প্রেক্ষিতে হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …