বুধবার , নভেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত

উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে প্যানেলে নিয়োগের দাবি সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১১ টার দিকে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে চূড়ান্ত ফলাফলে বৈষম্যের শিকার ও পদ বঞ্চিত মেধাবী শিক্ষার্থীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, পদ বঞ্চিত জেলা শাকার সদস্য কামরুজ্জামান, শাকওয়াত হোসেন, আব্দুল অহাব, তোহিদুল ইসলামসহ অন্যরা।

বক্তারা বলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগে বিভিন্ন ধরনের দূর্নীতি, অনিয়ম ও সজনপ্রিতি করে নিয়োগ দেয়া হয়েছে। এগুলো বন্ধ করে পুনোরায় নিয়োগের দাবি করেন। তাদের দাবি নিয়ম অনুযায়ী জেলা হতে উত্তীর্ণদের মধ্যে মেধাক্রমে নিয়োগ চাই।

তারা আরো বলেন, করোনা পরবর্তী দুর্ভিক্ষ হতে দেশ ও জাতিকে রক্ষা করার জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ-২০১৮ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও ভাইবা পরীক্ষায় অংশগ্রহনকারী সকল প্রার্থীকে প্যানেলে নিয়োগের দাবি জানিয়েছেন মানববন্ধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

আরও দেখুন

নাটোরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামের,,,,,,,,,,কুষ্টিয়া মহাসড়কের নাটোরের বড়াইগ্রামের গড়মাটি এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার …