নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নাটোরে বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নাটোরে বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নভেল করোনা ভাইরাস প্রতিরোধ পক্ষের ৩য় দিনে মঙ্গলবার সারাদিন জনসাধারণকে স্বাস্থ্যবিধি প্রতিপালন ও বাধ্যতামূলক মাস্ক পরিধান নিশ্চিত করার লক্ষ্যে সদর ও উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসকল মোবাইল কোর্টে স্বাস্থ্যবিধি ভঙ্গ ও সরকারি নির্দেশ অমান্য করার অপরাধে ১৮ জন ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪৭০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া এসকল মোবাইল কোর্টে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয় এবং দোকানসমূহে ‘No Mask, No Sale’ সম্বলিত ব্যানার টানাতে উৎসাহিত করা হয়। শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে জেলা ও উপজেলায় এরূপ অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুন

নাটোরে প্রচারণাকালে চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক:নাটোর সদর উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারনাকালে চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তারুল ইসলাম আলমের ২জন কর্মী-সমর্থকের …