বৃহস্পতিবার , সেপ্টেম্বর ১৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে গার্ল গাইডস এসোসিয়েশন গঠনে এক দিনের সেমিনার অনুষ্ঠিত

নাটোরে গার্ল গাইডস এসোসিয়েশন গঠনে এক দিনের সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে গার্ল গাইডস এসোসিয়েশন গঠন করা বিষয়ক এক দিনের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় নববিধান বালিকা উচ্চ বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্নারে নাটোরে দুটি কারিগরি ও মাদ্রাসার শিক্ষকগনদের নিয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

নববিধান উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান গোবিন্দ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নববিধান উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের জেলা কমিটির সদস্য হাফিজা খানম জেসমিন।

অনুষ্ঠানে শুরুতে শুভেচ্ছা বক্তব্যে বাগাতিপাড়া উপজেলার ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক সাদেকুর রহমান বলেন- মাদ্রাসায় মহিলা শিক্ষার্থীদের নীতি নৈতিকতা সমুন্নত রাখতে ও ভবিষ্যতের নতুন আধুনিক বাংলাদেশ গঠনে গার্ল গাইডস এসোসিয়েশন খুবই জরুরি হয়ে পড়েছে। তাই দেশের সকল মাদ্রাসায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক ও সামাজিক শিক্ষার প্রসারে এমন এসোসিয়েশন দ্রুত গঠন করা দরকার।

নাটোর সদরের ন্যাশনাল ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজির অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান টুটুল বলেন, দেশের অর্ধেক জনসংখ্যা যেখানে নারি, সেখানে সমাজে নারিদের সব স্থানে সম্পৃক্ত করেই সার্বিক উন্নয়ন সম্ভব। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে মেয়ে শিক্ষার্থীদের অংশ গ্রহন কম হলেও জাতিয় উন্নয়নে তারা বিরাট ভুমিকা রাখতে পারে। এক্ষেত্রে এমন আদর্শীক সংগঠনের মাধ্যমে মেয়ে শিক্ষার্থীরা ভবিষতের উন্নত বাংলাদেশ নির্মানে ভুমিকা রাখতে পারে বলে জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে নাটোর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, কারিগরি ও মাদ্রাসার নারি শিক্ষার্থীদের মাঝে নীতি নৈতিকতা, নিজের অধিকার সম্পর্কে সচেতন করে, ভবিষতের নতুন নেতৃত্ব তৈরিতে গার্ল গাইডস এসোসিয়েশন বিরাট ও কার্যকর ভুমিকা রাখতে পারে। তাই সকল শিক্ষা প্রতিষ্ঠানে এমন সংগঠন নারিদের মানবিক গুনাবলি সমৃদ্ধ ভবিষত মানুষ গড়তে সহায়তা করবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন, নাটোর জেলা শাখার ট্রেজারার লুৎফুন নেসা,  শামিমা আক্তার বিথি, মাহফুজা বেগম, নববিধান উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক এমরান হোসেন রিপন প্রমুখ।

আরও দেখুন

সিংড়ায় ডিগ্রী ছাড়াই ডাক্তার পরিচয়ে চিকিৎসা দেওয়ায় ১ লক্ষ টাকা জরিমানা

 নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় এমবিবিএস ডিগ্রী ছাড়াই ডাক্তার পরিচয়ে চিকিৎসা দেওয়ায় এক ব্যক্তিকে ১ লক্ষ …