শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / আন্তর্জাতিক / ভারত-চিন-রাশিয়ার ত্রিপাক্ষিক বৈঠক আজ, কুচকাওয়াজে যোগ দিচ্ছেন রাজনাথ

ভারত-চিন-রাশিয়ার ত্রিপাক্ষিক বৈঠক আজ, কুচকাওয়াজে যোগ দিচ্ছেন রাজনাথ

নিউজ ডেস্ক:
সংঘাতেই আবহেই নির্ধারিত সময়েঅ অনুষ্ঠিত হবে চিন–রাশিয়া–ভারতের ত্রিপাক্ষিক বৈঠক। ২৩ জুন, মঙ্গলবার রাশিয়ার বিদেশ মন্ত্রী সেরগাই লাভরভের নেতৃত্বে এই ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। সোমবারই এই উপলক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দিল্লি ও চিনের এই অশান্তির মধ্যেই ২৪ জুন রাজনাথ সিং মস্কোতে অনুষ্ঠিত হওয়া বিজয় দিবসের কুচকাওয়াজে যোগ দেবেন বলে জানা গিয়েছে।

রাশিয়া চায় চিন–ভারত সমাধান
রাশিয়া চায় চিন–ভারত সমাধান বেশ কিছু সপ্তাহ ধরে মস্কো দিল্লির সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখে চলেছে। এই প্রবাহ থেকে বোঝা গিয়েছে যে বেজিংয়ের সাম্প্রতিককালের নৈকট্য যেমন নাড়া দিয়েছে রাশিয়াকে, তেমনি দিল্লির সঙ্গে মস্কোর দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাসও রয়েছে। ২০১৭ সালে ডোকা লা সঙ্কটের সময়, চিনের সরকারের সংক্ষিপ্ত বিবৃতির মধ্যে বেজিংয়ে উপস্থিত রাশিয়ার কূটনৈতিকবিদদেরও অবদান ছিল। এমনকি লাদাখে ভারচ-চিন সীমান্ত সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার নিহত হওয়ার খবর প্রকাশ্যে আসার পরই রাশিয়ার ভারতীয় রাষ্ট্রদূত ডি বালা ভেঙ্কটেশ বর্মার সঙ্গে ফোনে কথোপকথন সারেন উপ বিদেশ মন্ত্রী ইগর মরগুলভ।

ভারত–চিন অশান্তি নিয়ে উদ্বিগ্ন
মস্কো ভারত–চিন অশান্তি নিয়ে উদ্বিগ্ন মস্কো রাশিয়ার বিদেশ মন্ত্রকের পক্ষ এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‌কর্মকর্তারা হিমালয়ে ভারত-চিন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার উন্নয়নসহ আঞ্চলিক সুরক্ষা নিয়ে আলোচনা করবে।’‌ প্রসঙ্গত, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার বর্তমান উন্নয়ন সহ পরিস্থিতি নিয়ে ৬ জুনের আগে লেফটেন্যান্ট জেনারেল স্তরের আলোচনা হয়েছে ভারত ও চিনের মধ্যে। এই আলোচনায় অংশ নিয়েছিলেন বিদেশ সচিব হর্ষ বর্ধন শৃঙ্গলা ও রাশিয়ার রাষ্ট্রজূত নিকোলায় কুদাসেভ। বিদেশ সচিব ও বিদেশি রাষ্ট্রদূতের মধ্যে সীমান্তে অশান্তি নিয়ে এটাই ছিল প্রথম প্রকাশ্য বৈঠক।

দুই দেশের সংঘর্ষের পর বৈঠক ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়
দুই দেশের সংঘর্ষের পর বৈঠক ঘিরে অনিশ্চয়তা তৈরি হয় মস্কো-বেজিংয়ের সম্পর্কে তখনও চিড় ধরেনি যখন আমেরিকা সাম্প্রতিক মাসগুলিতে করোনা প্রকোপের জন্য চিনকে দায়ি করতে শুরু করেছিল। কিন্তু তা সত্ত্বেও রাশিয়া-বেজিংয়ের সম্পর্ক ঠিকই ছিল। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব নিশ্চিত করেছেন, দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ত্রিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন। চিনের বিদেশমন্ত্রী ওয়াং ওয়াই এবং রাশিয়ার মন্ত্রী সেরগেই লাভরভ সেই বৈঠকে উপস্থিত থাকবেন বলেই জানা গিয়েছে। ভারত-চিন সীমান্ত সংঘর্ষের জন্য বৈঠক ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

চিন ও ভারত দুই দেশই রাশিয়ার খুব ঘনিষ্ঠ
চিন ও ভারত দুই দেশই রাশিয়ার খুব ঘনিষ্ঠ ভারত-চিন উত্তেজনা নিয়ে আলোচনার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে লাভরভ গত সপ্তাহে বলেছিলেন, ‘‌এজেন্ডায় এই বিন্যাসের অন্য সদস্যের সঙ্গে কোনও দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা করা উচিত নয়।’‌ গত সপ্তাহে মস্কো খুবই সুন্দর ভঙ্গিতে তার দায়িত্ব প্রসঙ্গে জানিয়েছিল। ১৭ জুন এক বিবৃতিতে রাশিয়ার রাষ্ট্রদূত কুদাসেভ টুইটে বলেছিল, ‘‌দুই দেশের বিদেশ মন্ত্রীর মধ্যে আলোচনা সহ প্রকৃত নিয়ন্ত্রণরেখার উন্নয়ন নিয়ে সব ধরনের পদক্ষেপের লক্ষ্যকে স্বাগত জানাচ্ছি এবং আমরা আশাবাদি।’‌ রাশিয়ার সংবাদমাধ্যম টাসের মতে, রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন যে ক্রেমলিন ভারত-চিনের সেনাদের মধ্যে হওয়া সীমান্ত সংঘর্ষ নিয়ে উদ্বিগ্ন রয়েছে কিন্তু দুই দেশ আলোচনার মাধ্যমে এই সংঘর্ষের অবসান করবে বলেও আশাবাদী। ক্রেমলিনের মুখপাত্র জোর দিয়ে জানিয়েছেন যে চিন এবং ভারত দুই দেশই রাশিয়ার ঘনিষ্ঠ অংশীদার ও সহযোগী এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে নির্মিত খুব ঘনিষ্ঠ এবং পারস্পরিক উপকারের সম্পর্ক রয়েছে।

ত্রিপাক্ষিক বৈঠকে বরফ গলার সম্ভাবনা
ত্রিপাক্ষিক বৈঠকে বরফ গলার সম্ভাবনা বিজয় দিবসের কুচকাওয়াজ ৯ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মস্কোতে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও এখানে যোগ দেওয়ার কথা থাকলেও কোভিড মগামারির কারণে তা পিছিয়ে যায়। মোদীর মতো চিনের প্রেসিডেন্ট শি জিংপিংকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু বর্তমানে এই কুচকাওয়াজ অনুষ্ঠানে চিনের প্রতিরক্ষা স্তরের প্রতিনিধিরা যোগ দেবেন। তাই দুই দেশের বরফ গলার সম্ভাবনা রয়েছে।

আরও দেখুন

নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত করা হয়েছে। এখন হেমন্তকাল। মাঠ …