সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে প্রতিপক্ষের মারপিটে ২ মহিলা আহত

নন্দীগ্রামে প্রতিপক্ষের মারপিটে ২ মহিলা আহত

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:

বগুড়ার নন্দীগ্রামে প্রতিপক্ষের মারপিটে ২ মহিলা আহত হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের দারিয়াপুর গ্রামে।

জানা গেছে, ২২ জুন সকাল আনুমানিক ৯ টায় দারিয়াপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে আনোয়ার হোসেনের ছাগল প্রতিবেশি আতিকুর রহমান ও আব্দুল মোমিনের আম ও কাঁঠালের গাছ নষ্ট করে। এ কারণে আতিকুর রহমানের স্ত্রী পারুল বেগম (২৬) ও আব্দুল মোমিনের স্ত্রী আশা বেগম (২২) ছাগলকে মেরে তাড়িয়ে দেয়।

এ ঘটনার জেরধরে আনোয়ার হোসেন (৪০) এবং তার স্ত্রী হাফিজা বেগম (৩৫), মাতা আঙ্গুরী বেগম (৫৫) ক্ষিপ্ত হয়ে পারুল বেগম ও আশা বেগমকে বেদম মারপিট করে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে।

থানার এসআই রেজাউল করিম জানান, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …