বৃহস্পতিবার , মে ২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের সিংড়ায় সততা স্টোরের উদ্বোধন

নাটোরের সিংড়ায় সততা স্টোরের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সিংড়া
নাটোরের সিংড়ায় দুর্নীতি দমন কমিশন( দুদক) এর পৃষ্ঠপোষকতায় দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ এ সততা স্টোর খোলা হয়েছে। ন্যায্যমূল্যে ভেজাল মুক্ত খাবার স্টেশনারি সহ অন্যান্য দ্রব্য এই স্টরে পাওয়া যাবে বলে কর্তৃপক্ষ জানান। স্কুলের ছাত্র ছাত্রীরা তাদের নিজ দায়িত্বে খাবার সংগ্রহ এবং টাকা জমাদান করবে এই স্টোর এর মাধ্যমে। 

বুধবার দুপুরে সততা ষ্টোর উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর আলম উপ পরিচালক দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  রমজান আলী আকন্দ জেলা শিক্ষা অফিসার,  আমিনুর রহমান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।  সার্বিক পরিচালনায় করেন, অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ। সভাপতিত্ব করেন, দুপক সিংড়া উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

এছাড়াও অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।

আরও দেখুন

হিলি দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক:মহান আর্ন্তজাতিক পহেলা মে দিবস উদযাপন উপলক্ষে এক দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের …