রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নলডাঙ্গায় নভেল করোনা ভাইরাস প্রতিরোধ পক্ষ শুরু

নলডাঙ্গায় নভেল করোনা ভাইরাস প্রতিরোধ পক্ষ শুরু

মাহমুদুল হাসান:
নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় মহামারী নভেল করোনা ভাইরাস প্রতিরোধ পক্ষ (২১ জুন ২০২০ থেকে ০৫ জুলাই ২০২০) শুরু হয়েছে।  নলডাঙ্গা উপজেলার জনগণকে করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য ও করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করার জন্য ২১ জুন রবিবার দুপুর ১ ঘটিকার সময় করোনা ভাইরাস প্রতিরোধ পক্ষ উদ্বোধন করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

এ সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, নলডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র-১ (ভারপ্রাপ্ত মেয়র) সাহেব আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আনসারী প্রমুখ।

এ সময় সকলকে ঘরের বাইরে বের হলে মাস্ক পরিধান করা, জনসমাগম এড়িয়ে চলা, সামাজিক দূরত্ব নিশ্চিত করা, ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধোয়া, অযথা বাহিরে আড্ডা না দেওয়া সহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …