নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রীর নির্দেশে নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেছেন। রবিবার সকালে পৌরসভার বনলতা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ফলজ, বনজ ও ঔষধি গাছের তিনটি চারা রোপণ করেন তিনি।
এ সময় সঙ্গে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস এবং ২নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন, এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
এ সময় পৌর মেয়র জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর পৌরসভার নির্বাচিত মেয়র হিসেবে নাটোর পৌরসভা পরিচালিত বনলতা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের তিনটি চারা রোপণ করলাম।
তিনি আরো জানান, আনুপাতিক হারে দেশে বৃক্ষর সংখ্যা কমে যাওয়ায় দেশ মরুভূমিতে পরিণত হতে যাচ্ছে। দেশেকে বাঁচাতে আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে হবে।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …