বৃহস্পতিবার , সেপ্টেম্বর ১৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে শিক্ষামন্ত্রী বরাবর ছাত্রদলের স্মারকলিপি প্রদান

নাটোরে শিক্ষামন্ত্রী বরাবর ছাত্রদলের স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক:
অনলাইন ভিত্তিক ক্লাস, পরীক্ষা ভর্তিসহ কার্যক্রম বন্ধের দাবিতে নাটোরে শিক্ষামন্ত্রী বরাবর ছাত্রদল স্মারকলিপি প্রদান করেছে। রবিবার সকালে জেলা প্রশাসনের মাধ্যমে এই স্মারকলিপি শিক্ষামন্ত্রী বরাবর প্রদান করেন। ছাত্রদলের স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আশরাফুল ইসলাম।

ছাত্রদলের পক্ষে স্মারকলিপি প্রদান করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ। এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম বেপারী, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন।

স্মারকলিপিতে তারা জানান এই মুহূর্তে দেশের সকল স্থানে বিদ্যুৎ সংযোগ নাই এবং দেশের মানুষের সবার ডিজিটাল ডিভাইস কেনার মত সামর্থ্য নাই। তাই এই মুহূর্তে অনলাইন ক্লাস ভর্তি এবং পরীক্ষা নিতে গেলে অধিকাংশ শিক্ষার্থীই শিক্ষা থেকে বঞ্চিত হবে। সেই সাথে তারা দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেয়ার জন্য দাবি জানান।

আরও দেখুন

সিংড়ায় ডিগ্রী ছাড়াই ডাক্তার পরিচয়ে চিকিৎসা দেওয়ায় ১ লক্ষ টাকা জরিমানা

 নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় এমবিবিএস ডিগ্রী ছাড়াই ডাক্তার পরিচয়ে চিকিৎসা দেওয়ায় এক ব্যক্তিকে ১ লক্ষ …