শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / আন্তর্জাতিক / বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৮৮ লাখ ছাড়াল

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৮৮ লাখ ছাড়াল

নিউজ ডেস্ক:
করোনায় বিশ্বে মোট সংক্রমণ ৮৮ লাখ ছাড়াল। একদিনে বিশ্বে করোনায় সর্বোচ্চ এক লাখ ৮১ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছে।

গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে ৫ হাজারের বেশি মানুষের মৃত্যুসহ মোট মৃত্যু ছাড়িয়েছে ৪ লাখ ৬৪ হাজার।

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা চার লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১৩ হাজারের বেশি। সংক্রমণ বাড়তে থাকায় সরকারি হাসপাতালের কর্মীদের ছুটি বাতিল করেছে দিল্লি সরকার। ব্রাজিলে মোট সংক্রমণ ১০ লাখ ছাড়িয়েছে। আর মোট মৃত্যু প্রায় ৫০ হাজার।

এদিকে, যুক্তরাষ্ট্রে একদিনে সাড়ে ৩৩ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। দেশটিতে মোট সংক্রমণ প্রায় ২৩ লাখ। মোট মৃত্যু এক লাখ ২১ হাজারের বেশি। মেক্সিকোতে মোট সংক্রমণ এক লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। 

এদিকে সংক্রমণ কমে আসায় ১৪ই মার্চ থেকে চলা জরুরি অবস্থা রবিবার থেকে তুলে নিচ্ছে স্পেন। আর নতুন করে ২৫ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ায়, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ১২ই জুলাই পর্যন্ত জনসমাগমে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

সূত্র: ডিবিসি নিউজ

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …