নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে সুশাসনে রাজনৈতিক চুক্তির দাবিতে জাসদের মানববন্ধন

বড়াইগ্রামে সুশাসনে রাজনৈতিক চুক্তির দাবিতে জাসদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রামে “দেশ বাঁচানোর যুক্তি, অপরাধীদের ক্ষমা নাই, গণতন্ত্রের বিকাশ চাই” প্রতিবাদ্যকে সামনে নিয়ে সুশাসনের জন্য রাজনৈতিক চুক্তির দাবিতে সুশাসন দিবস পালন উপলক্ষে মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ।

গতকাল বুধবার জাসদ বড়াইগ্রাম উপজেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করে। উপজেলার বনপাড়া পৌর সভার সামনে ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তৃতা করেন জাসদ জেলা শাখার সাধারণ সম্পাদক ডিএম আলম, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক তোফিজুল ইসলাম পারুল, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক সরকার মোকাদ্দাস, বনপাড়া পৌর জাসদের সভাপতি ও কাউন্সিলর শহিদুল ইসলাম, ছাত্রলীগ (জাসদ) নাটোর জেলা শাখার সভাপতি মিঠুন নন্দী।

মানববন্ধনে বক্তাগণ বলেন, জঙ্গিবাদ সহিংসতা অশান্তির রাজনীতে কোনঠাসা হয়ে গেছে দেশ। উন্নায়ন-উৎপাদনে এগিয়েছে। কিন্তু দুর্নীতি, ক্ষমতাবাজী, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণসহ সামাজিক অনাচার-অবিচার বৃদ্ধি পেয়েছে। বিশেষ অপরাধীরা রাজনৈতিক ক্ষমতার মদদপুষ্ট হয়ে প্রশাসনিক আশ্রয়-প্রশ্রয়ে বেপরোয়া হয়ে উঠেছে। এর পরিস্থিতির অবসানে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হবে।

আরও দেখুন

অবশেষে উচ্চ আদালতের আদেশে প্রতীক পেলেন ফরিদা!

নিজস্ব প্রতিবেদক:উচ্চ আদালতের আদেশে নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেয়ে প্রতীক বরাদ্দ পেলেন …