বিশেষ প্রতিবেদক:
আগামীকাল থেকে জেলাজুড়ে পালিত হবে করোনা ভাইরাস প্রতিরোধ পক্ষ (২১ জুন থেকে ৫ জুলাই)। এসময় সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য বলা হয়েছে।
নাটোর জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামীকাল সকাল সাড়ে দশটায় এ কার্যক্রমের সূচনা করবেন নাটোরের জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ। সামাজিক দূরত্ব নিশ্চিত করা, জনসমাগম পরিহার, ঘরের বাইরে মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলকে আহ্বান জানানো হবে।
আগামীকাল রবিবার থেকে অতিরিক্ত ভ্রাম্যমাণ আদালতের কাজ শুরু হবে। অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।