মঙ্গলবার , এপ্রিল ৮ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো দুই কিশোর

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো দুই কিশোর

নিজস্ব প্রতিবেদক, ,হিলি
অবৈধপথে ভারতে গিয়ে আটক হয়ে এক থেকে সাড়ে তিনবছর মেয়াদে আটক থাকার পরে বাংলাদেশি দুই কিশোরকে ফেরত দিয়েছে ভারতীয় হিলি ইমিগ্রেশন পুলিশ।

আজ দুপুরে হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের শুন্যরেখা দিয়ে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতের হিলি ইমিগ্রেশন পুলিশের ওসি শিপ্রা রায় হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের এএসআই মোত্তালেব হোসাইনের নিকট তাদের হস্তান্তর করেন। দেশে ফেরত আসা কিশোররা হলো দিনাজপুরের কোতয়ালী থানার কমলাপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মোস্তফা কামাল (১৬), গাজীপুর জেলার কালীগঞ্জ থানার চরপারা গ্রামের মৃত কাইয়ুম মিয়ার ছেলে সিয়াম মিয়া (১৬)।

হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের পুলিশ জানায়, আজ থেকে এক ও সাড়ে ৩বছর পূর্বে ওই দুই কিশোর দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে কোনপ্রকার কাগজপত্র ছাড়াই অবৈধপথে ভারতে প্রবেশ করে। এসময় ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী তাদের আটক করে আদালতে উপস্থাপন করলে বয়স কম হওয়ার কারনে আদালত তাদেরকে শিশু শোধনাগারে রাখার নির্দেশ দেন। এর পরে ওই দুই কিশোর ভারতের বালুরঘাট শিশুশোধনাগারে এক থেকে সাড়ে তিন বছর মেয়াদে আটক থাকার পর দু’দেশের আইনি পক্রিয়া শেষে আজ তাদের মুক্তি হলে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ দুই কিশোরকে বাংলাদেশ হিলি ইমিগ্রেশন কাছে হস্তান্তর করে। পরে তাদের অভিভাবকদের কাছে বুঝিয়ে দেয়া হয়।

আরও দেখুন

গাজায় গণহত্যার প্রতিবাদে বাউয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসন ও নির্মম গণহত্যার প্রতিবাদে ক্লাস বর্জন করে …