শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি শাহিনা রঞ্জু’র কবিতা ‘ঘুমাও শান্তিতে এবার’

কবি শাহিনা রঞ্জু’র কবিতা ‘ঘুমাও শান্তিতে এবার’

কবি: শাহিনা রঞ্জু

কবিতা: ঘুমাও শান্তিতে এবার

যেতে যেতে পথ শেষ হয়ে
অরণ্যের ভিতর চলে গেছে
তবুও মনে হয় কেউ একজন
অপেক্ষায় আছে বহু দিন ধরে।
পূর্ণিমার চাঁদটা যতবার দেখি
আরবার দেখার তৃষ্ণা মেটেনি তারপরও
আবারও দেখবো বলে
শেষ হওয়া পথে শুরু হয় হাটা।
এসব গল্প গাঁথা লিখে রাখোনি
তবুও অন্য কেউ আসবে আবার
তুমি তার নাম ধরে ডেকো
ডাক নামে ডেকো
এ পাড়ায় এমনিতেই তার নামে
কলংক রটানো আছে খুব
তদুপরি পুরনো পথে পথে
গল্পেরা পাখনা মেলে চলে
জেগে থেকে কি আর করবে বল
ঘুমাও শান্তিতে এবার।

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …