রবিবার , সেপ্টেম্বর ৮ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / জবাদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান পলকের

জবাদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান পলকের

নিজস্ব প্রতিবেদক, সিংড়া
নাটোরের সিংড়ায় উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন,আইন শৃংখলা ও সুশাসন নিশ্চিত করতে হবে, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় সবাইকে সজাগ থাকতে হবে। ধর্মীয় নৈতিকতা, বিবেক ও মূল্যবোধ জাগ্রত করতে হবে। তাহলে অপরাধ প্রবনতা কমবে। তিনি জঙ্গীবাদ, গুজব রোধে প্রচারনা এবং ডেঙ্গু রোধে করনীয় সম্পর্কে সচেতন থাকার আহবান জানান। 

প্রতিমন্ত্রী  বুধবার উপজেলা পরিষদের হলরুমে  প্রধান অতিথি হিসেবে এ বক্তব্য দেন।উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরানসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, সাংবাদিকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ।

প্রতিমন্ত্রী  বুধবার উপজেলা পরিষদের হলরুমে  প্রধান অতিথি হিসেবে এ বক্তব্য দেন। উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরানসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, সাংবাদিকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ।

আরও দেখুন

রাণীনগরে মারপিটে আহত গৃহবধুর 

মৃত্যু নিজস্ব প্রতিবেদক, রাণীনগর: নওগাঁর রাণীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র  করে মারপিটে আহত গৃহবধু রিজিনা বিবি …