রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / খুলনায় করোনা রোগীর মৃত্যু

খুলনায় করোনা রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, খুলনা:
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আওতাধীন করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজিব হাজরা (৩৯) নামের এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে ৫ টায় করোনা ডেডিকেটেড হাসপাতালে তিনি মারা যান। তিনি খুলনা মহানগরীর বড় মির্জাপুর এলাকার মৃগাংক শেখর হাজরার ছেলে।

করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দীন আহমেদ বলেন, ‘তিনি গত ১৪ জুন করোনা সংক্রমিত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ভর্তির সময় তার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিলো। আজ বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।’

খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, ‘খুলনায় আগে চারজন করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছিলো। আবার খুমেকের ফ্লু কর্ণারে উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া আজ করোনা ডেডিকেটেড হাসপাতালে একজন মারা গেল। এই নিয়ে খুলনায় করোনা আক্রান্ত হয়ে মোট ৯ জনের মৃত্যু হলো।

আরও দেখুন

ডায়াবেটিস থেকে সম্পূর্ণ মুক্তি, বিশ্বব্যাপী তোলপাড়

নিউজ ডেস্ক : ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে মানতে হয় নানা নিয়ম, পাল্টে ফেলতে হয় জীবনধারা। কিছুদিন …