শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / ইতিহাস ও ঐতিহ্য / অবহেলিত ঐতিহ্যবাহী নাটোরের শিল্পকলার কথা

অবহেলিত ঐতিহ্যবাহী নাটোরের শিল্পকলার কথা

ভাস্কর বাগচী

নাটোরের শিল্প-সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে আজ যে বেহাল দশা তার আক্ষেপ থেকে সাংস্কৃতিক কর্মী ও সাহিত্যিক এডভোকেট ভাস্কর বাগচী তার ফেসবুক পেইজে এ প্রসঙ্গে কিছু কথা লিখেছেন। নারদ বার্তার পাঠকদের জন্য এখানে তা প্রকাশ করা হলো।

“রাজশাহী বিভাগের নাটোর জেলা শিল্প সাহিত্য আর সাংস্কৃতিতে সবচেয়ে ঐতিহ্যবাহী! প্রায় ৩১৫ বছরের পুরাতন এ নাটোরেই ১৮৯৭ সালে ১০-১২ জুন প্রথম বাংলা সাহিত্য সম্মেলন হয়ে ছিল। তাই নাটোরকে বাংলা সাহিত্যের তীর্থভুমি বলা হয়। তাই নাটোরের গণমানুষের নেতা, সুসাহিত্যক ও মঞ্চশিল্পী প্রয়াত হানিফ আলী শেখ নাটোরে একটি কালচারাল ইউনিভার্সিটি গড়তে চেয়েছিলেন। তাঁর অকালমৃত্যু নাটোরবাসীকে তা থেকে বঞ্চিত করে। জেলা শিল্পকলা একাডেমির অবস্হা এখন বেহাল! ভবন সংকট, জায়গার সল্পতা, বহুদিন ধরে অতিরিক্ত দায়িত্বের অফিসার দিয়ে কোন রকমে চলছে শিল্পকলা একাডেমি। পূর্বে একটি শক্তিশালী বেসরকারী কমিটি ছিল। নাটোরবাসী তখন নানা উৎসব, শিল্পীগণ নানা প্রশিক্ষণে সমৃদ্ধ থাকতো। আজ সবই কেবল স্মৃতি! বিভিন্ন জেলায় অনলাইনে শিল্পকলা একাডেমি তাদের শিক্ষা কার্যক্রম চালু রাখলেও নাটোরে তা বন্ধ! গতকালই রাজশাহী বিভাগের এক জেলার অননাইনে বর্ষাবরণ দেখে একদিকে ভালো লাগলো অন্যদিকে খুব কষ্ট লাগলো! নাটোরেও হতে পারতো এমন আয়োজন। তাই মনের কথাগুলি প্রকাশের একমাত্র জায়গা হিসাবে ফেসবুককেই বেছে নিলাম। তবুও আমার এতো কম জানা লোকের কথায় যদি দায়িত্বপ্রাপ্তদের বোধের উদয় হয়।”

লেখক: সাংস্কৃতিক কর্মী ও আইনজীবী

আরও দেখুন

অবিলম্বে সব মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে-দুলু

নিজস্ব প্রতিবেদক:বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, অবিলম্বে …