রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের বড়াইগ্রামে পাট ক্ষেত থেকে ১ জনের মরদেহ উদ্ধার

নাটোরের বড়াইগ্রামে পাট ক্ষেত থেকে ১ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:

নাটোরের বড়াইগ্রামে পাট ক্ষেত থেকে মোবারক হোসেন (৪৫) নামের ১ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার ইকরি গ্রামের পাট ক্ষেত থেকে এই মরদেহ উদ্ধার করে পুলিশ। মোবারক একই গ্রামের মৃত খয়ের উদ্দিনের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মোবারক সন্ধ্যার আগে গ্রামের চায়ের স্টলে চা, পান খেয়ে মাঠে গরু আনতে যায়। কিন্তু সন্ধ্যার পরেও ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এরই এক পর্যায়ে সন্ধ্যে সাড়ে সাতটার দিকে পাট ক্ষেতের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধারণা করা হচ্ছে কে বা কারা মোবারককে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে গেছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …