নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরের পদ্মা নদীতে চরজারিরা নামক স্থানে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
রবিবার দুপুরে লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী অবৈধভাবে বালু উত্তোলনকারী কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার চররূপপুর এলাকার লতিফ মালিথার ছেলে লিটনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি জানান, নাটোরের লালপুরে চরজাজিরা নামক স্থানে পদ্মা নদীতে অবৈধভাবে বালি উত্তোলন হচ্ছে। অবৈধভাবে এই অবৈধভাবে বালি উত্তোলন বন্ধে নদীপাড়ের বাসিন্দারা অভিযোগ করেছিলেন। এমন অভিযোগের প্রেক্ষিতে রবিবার দুপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আরও দেখুন
সিংড়ায় যৌথবাহিনীর ব্যাপক তল্লাশি
নিজস্ব প্রতিবেদক,,,,,,, সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় যৌথবাহিনী। এসময় তাদের মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ড …