শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে আহত ২

বড়াইগ্রামে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে আহত ২

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার গাজী অটো রাইস মিলের সামনের রাস্তায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পিকআপ (ঢাকা মেট্রো ন-১৯২৮৫৮) এর সাথে নাটোর থেকে ছেড়ে আসা কাঁচামাল বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮৫১৮১) এর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের একজন রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার দুর্গাপুরের মৃত আবুল হোসেনের ছেলে এনামুল হাসান।

বনপাড়া হাইওয়ে থানার এসআই মোখলেছুর রহমান জানান, সংঘর্ষের পর থেকে ট্রাক ড্রাইভার এবং হেলপার পলাতক রয়েছে। পিকআপের ড্রাইভার ও হেলপারকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আরও দেখুন

নাটোরে আন্তঃ ক্যাডার বৈষম্য নিদর্শন এর দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৫ টি ক্যাডারের (বিসিএস প্রশাসন ক্যাডার বাদে) সমন্বয়ে গঠিত আন্তঃক্যাডার বৈষম্য …