নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর:
গত বছরের ডিসেম্বর থেকে গত এপ্রিল পর্যন্ত প্রতি মাসের ৫ তারিখে নিয়ম করে কারো না কারো কোন না কোনকিছু চুরি করে চলেছে এক চোর। এতে অতিষ্ট হয়ে পড়েছে দিনাজপুরের ফুলবাড়ীবাসী। ২০১৯ এর ৫ ডিসেম্বরে রমজান আলীর ধান মাড়াই মেশিন, এ বছরের ৫ জানুয়ারি গ্রামের শরিফুল ইসলামের অটোচার্জার, ৫ ফেব্রুয়ারিতে খোরশেদ আলমের চার্জারভ্যান, একই তারিখে বাতাসু মিয়ার চার্জারভ্যান, মার্চ মাসের ৫ তারিখে শিক্ষক মোস্তাকিম হক বাবুর বাড়ি থেকে ১৫০ সিসি অ্যাপাচি মোটরসাইকেল এবং গত ৫ এপ্রিল মধ্যদূর্গা সংলগ্ন ফুলবাড়ী এলাকা থেকে বাচ্চু মিয়ার ট্রাক্টর চুরির ঘটনা ঘটেছে।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের ফুলবাড়ী-পার্বতীপুর সড়কের রামভদ্রপুর গ্রামে এসব চুরির ঘটনা ঘটেছে। হিসেবে প্রতি মাসের ৫ তারিখে চুরির ঘটনা ঘটছে।
এর প্রতিবাদে কৃষি-যন্ত্রপাতিসহ মালামাল উদ্ধার এবং চুরির সঙ্গে জড়িত চোরদের গ্রেফতার দাবিতে ফুলবাড়ী উপজেলার ৭ নম্বর শিবনগর ইউনিয়নের ফুলবাড়ী-পার্বতীপুর সড়কের রামভদ্রপুর মোড়ে শনিবার (১৩ জুন) ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে গ্রামবাসী।
এতে বক্তব্য রাখেন শিক্ষক মোস্তাকিম হক বাবু, বাচ্চু মিয়া, আবু তাহের, আফজাল হোসেন, রেজাউল ইসলাম, মনিরুজ্জামান মনির, মমিনুল হক ও নূর আলম। মানববন্ধনে গ্রামের দুই শতাধিক গ্রামবাসী অংশ নেন।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, ঈদের আগে অসুস্থতার কারণে ছুটিতে ছিলাম। খোঁজখবর নিয়ে এসব ঘটনার ব্যবস্থা নেব।