শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / করোনা শনাক্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেল বাংলাদেশ

করোনা শনাক্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেল বাংলাদেশ

নিউজ ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যায় চীনকে টপকে গেছে বাংলাদেশ। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন করে আরও ২ হাজার ৮৬৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর ফলে বাংলাদেশে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৪ হাজার ৩৭৯ জন।

ওয়াল্ডোমিটারের তথ্য অনুযায়ী চীনে মোট আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৭৫ জন। ফলে আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যার দিক থেকে করোনার উৎপত্তিস্থল চীনকে ছাড়িয়ে গেল বাংলাদেশ।

বিশ্বের করোনা সংক্রমণের তালিকায় আক্রান্তের সংখ্যায় বাংলাদেশের অবস্থান এখন ১৯তম। চীন রয়েছে ২০ তম অবস্থানে। মৃত্যুর সংখ্যা অবশ্য এগিয়ে রয়েছে চীন। করোনার সূতিকাগার খেতাব পাওয়া দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ৪ হাজার ৬৩৪ জন। বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪ জনের মৃত্যু নিয়ে করোনায় প্রাণ হারানোর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার১৩৯ জনে।

সুত্র: আলোকিত সকাল (অনলাইন)

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …