সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে অসামাজিক কাজে লিপ্ত হওয়ায় ২ জন গ্রেপ্তার

নন্দীগ্রামে অসামাজিক কাজে লিপ্ত হওয়ায় ২ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে অসামাজিক কাজে লিপ্ত হওয়ায় ২ জন গ্রেপ্তার হয়েছে। জানা গেছে, উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামের মামুনুর রশিদের স্ত্রী সেলিনা আকতার (৩০) এর সাথে একই গ্রামের আবুল হোসেনের ছেলে সাহেব আলী (৩৭) পরকীয়া সম্পর্ক স্থাপন করে।

দীর্ঘদিনের পরকীয়ায় তাদের মধ্যে অনেক নাটকীয়তা ঘটে। এমতাবস্থায় ১২ জুন আনুমানিক দুপুর ১২ টায় তারা ২ জন অসামাজিক কাজে লিপ্ত হয়। স্থানীয় লোকজন ঘটনাটি টেরপেয়ে ২ জনকে হাতেনাতে আটক করে।

এরপর এ ঘটনাটি নন্দীগ্রাম থানা পুলিশকে জানালে থানার অফিসার ইনচার্জ শওকত কবিরের নির্দেশনায় এসআই তৌহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। ১৩ জুন পুলিশ তাদেরকে কোর্ট হাজতে প্রেরণ করেছে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …