নিউজ ডেস্ক:
বেয়াদবি নাকি বড়দের কাছ থেকে শিখেছেন ভারতীয় জি বাংলার ‘সারেগামাপা’ রিয়েলিটি শো’র মাধ্যমে আলোচনায় আসা বাংলাদেশের ছেলে সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল!
দেশের এক বেসরকারি টেলিভিশন দাবি করছে, তাদের সঙ্গে আলাপকালে এ কথা বলেছেন নোবেল। সম্প্রতি নিজের ‘তামাশা’ গানটির প্রচারের জন্য সমালোচিত হন নোবেল।
এর চেয়ে বেশি তাকে নিয়ে সমালোচনা চলে দেশে কিংবদন্তী শিল্পীদের নাকি তিনি ‘গান শেখাবেন’- মন্তব্যের জন্য। সামাজিক মাধ্যম ফেসবুকে এমন মন্তব্য করে পোস্ট দিয়েছিলেন দেশিয় বিভিন্ন শিল্পীদের গান গেয়ে নজর কাড়া নোবেল।
এ ছাড়া গোপালগঞ্জের ছেলে নোবেল দেশিয় সঙ্গীতের ব্যাপারে মন্তব্য করায় অনেকেই বিরক্ত তার ওপর। তার আচরণকে বেয়াদবি হিসেবে উল্লেখ করেছেন সংগীত অঙ্গনের অনেকেই।
এই ‘বেয়াদবি’ আচরণের ব্যাপারে কথা বলতে গিয়েই ওই টেলিভিশনের সামনে মাইলসের ব্যান্ডের ভোকাল শাফিন আহমেদ ও ফুয়াদ আল মুক্তাদিরের নাম নিয়ে এলেন নোবল।
আলাপে তিনি বলেন, ‘আমি আর কি বেয়াদবি করেছি, শাফিন ভাই তার লিজেন্ড গান প্রকাশের আগে ফুয়াদ ভাইসহ যে গালিগালাজ করলো। আমি কিন্তু তাদের থেকে হাইলাইটসে বেশি আসছি, কিন্তু আমার চেয়ে বেয়াদবি বেশি করছে উনারা। আমি ভাই বেয়াদবি বড়দের কাছ থেকে শিখছি, আমারে কিছু বইলা লাভ নাই।’
সূত্র: সোনালী সংবাদ