মঙ্গলবার , এপ্রিল ১ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে অনলাইন ক্লাস এর গুরুত্ব ও কার্যকর পদক্ষেপ গ্রহণে আলোচনা

নাটোরে অনলাইন ক্লাস এর গুরুত্ব ও কার্যকর পদক্ষেপ গ্রহণে আলোচনা

নিজস্ব প্রতিবেদক:

করোনাকালীন শিক্ষার ধারাবাহিকতা রক্ষায় অনলাইন ক্লাস এর গুরুত্ব ও কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে নাটোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, টিভি চ্যানেলের প্রতিনিধি, স্থানীয় ক্যাবল নেটওর্য়াকের সদস্যদের নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাপ্রশাসক(সার্বিক) আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এরশাদ আলীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সভায় করোনা কালীন সময়ে শিক্ষা ব্যবস্থা চালু রাখতে বিভিন্ন পদক্ষেপের কথা জানানো হয়। আলোচনা সভার সভাপতি জেলা প্রশাসক মোহাম্মাদ শাহরিয়াজ সবাইকে এই বিষয়ে সহযোগিতা করারও অনুরোধ জানান।

আরও দেখুন

জুলাই বিপ্লবের খুনী হাসিনা ও তার দোসরদের বিচার অবশ্যই করতে হবে- মঞ্জরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জরুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে …