বুধবার , নভেম্বর ৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পাবনা / ঈশ্বরদীতে সাপের কামড়ে শিশুর মৃত্যু

ঈশ্বরদীতে সাপের কামড়ে শিশুর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
ঈশ্বরদী উপজেলা সাঁড়া ইউনিয়নের মাজদিয়া মাদ্রাসা পাড়ায় বিষাক্ত সাপের কামড়ে হোসেন (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। হোসেনের বাবা মুর্সেদ আলম জানান বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে বারটার দিকে দিকে তার বড় ছেলে হাসান চিৎকার করাই তারা ছুঁটে এসে দেখে মশারির মধ্যে ঢুকে বিষাক্ত সাপটি হোসেনকে দংশন করেছে এবং সাপটি তখনও মশারির মধ্যেই ছিলো।

তারা মটর সাইকেলে করে হোসেনকে অতি দ্রুত ঈশ্বরদী হাসপাতালে নিয়ে গেলে সেখানে ভেকসিন না থাকায় ঈশ্বরদী হাপাতালের ডাক্তার তাকে পাবনা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলে। পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার ডাক্তাররা শিশুটিকে মৃত ঘোষনা করে।

মৃত হোসেন মাজদিয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র । সকাল ১০ টায় মাজদিয়া মাদ্রাসা মাঠে শিশুটির জানাযা নামায অনুষ্ঠিত হয়। শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

আরও দেখুন

সিংড়ায় যৌথবাহিনীর ব্যাপক তল্লাশি

নিজস্ব প্রতিবেদক,,,,,,, সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় যৌথবাহিনী। এসময় তাদের মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ড …