রবিবার , সেপ্টেম্বর ৮ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের লালপুরে ব্যক্তি উদ্যোগে মশা নিধন কর্মসূচির উদ্বোধন

নাটোরের লালপুরে ব্যক্তি উদ্যোগে মশা নিধন কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, লালপুর
নাটোরের লালপুরে ব্যক্তি উদ্যোগে মশা নিধন কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় জন প্রতিনিধি মিজানুর রহমান মিজান। মঙ্গলবার সকালে উপজেলার ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির আঙ্গিনাসহ বাজারের বিভিন্ন ডোবা, নালা, অপরিষ্কার স্থানে মশা নিধন বিষ প্রয়োগের মাধ্যমে মশ নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির উদ্বোধনকালে মিজানুর রহমান বলেন, সারাদেশে ডেঙ্গুর মহামারি আকার ধারণ করেছে। দেশের প্রায় ১৮ টি জেলায় ডেঙ্গুর মহামারি বিরাজ করছে।

তিনি আরো বলেন, আমাদের এলাকায় এখনও সরকারীভাবে মশা নিধন কার্যক্রম শুরু হয়নি, তাই নিজ এলাকার জনগনের নিরাপত্তার স্বার্থে আমি নিজ উদ্যোগেই এই মশা নিধন কর্মসূচী শুরু করেছি এবং চলমান সংকট নিরশন না হওয়া পর্যন্ত এই কর্মসূচী অব্যহত থাকবে।

আরও দেখুন

রাণীনগরে মারপিটে আহত গৃহবধুর 

মৃত্যু নিজস্ব প্রতিবেদক, রাণীনগর: নওগাঁর রাণীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র  করে মারপিটে আহত গৃহবধু রিজিনা বিবি …