নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নলডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে চার বছরের ফয়সাল হোসেন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলার পশ্চিম মাধনগর সরদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত শিশু ফয়সাল হোসেন (৪) ওই গ্রামের রুবেল হোসেনের ছেলে।

নিহতের পরিবার ও নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, বুধবার সকালে উপজেলার পশ্চিম মাধনগর সরদার পাড়া গ্রামে রুবেল হোসেনের ছেলে ফয়সাল বাড়ির পাশে প্রতিবেশি দুই শিশুর সাথে খেলার সময় পুকুরের পানিতে পড়ে নিখোঁজ হয়। পড়ে শিশুটির মরদেহ পুকুরের পানিতে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।

আরও দেখুন

বড়াইগ্রামে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:নাটোরের বড়াইগ্রামে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে …