নিজস্ব প্রতিবেদক, শেরপুর:
শেরপুরের ঝিনাইগাতীতে পুলিশ পরিচয়ে চাঁদার দাবিতে শুকর ব্যবসায়ীদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার কাংশা ইউনিয়নের হালচাটি গ্রামে এ ঘটনা ঘটে। এ হামলার শিকার হন শুকর ব্যবসায়ী অনুকুল, মোহন, অর্জুন, প্রবন ও বকুল। এদের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জে।
অনুকুল জানায়, ২শ শুকর নিয়ে গত ৭ জুন রবিবার তারা হালচাটি পাহাড়ে আসেন। ৮ জুন রাত একটার দিকে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী ঘটনাস্থলে আসে এবং পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা তাদের মারপিট করে। সন্ত্রাসীদের মারপিটের শিকার হয়ে রাতেই মোহন পালিয়ে নিজবাড়িতে চলে যায়। অন্যরাও রয়েছেন আতংকে।
এব্যাপারে শুকর ব্যবসায়ীদের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) সরোয়ার হোসেন বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
আরও দেখুন
চট্টগ্রামে ”উন্নত সংযোগের মাধ্যমে চট্টগ্রামের উন্নয়ন: সম্ভাবনা এবং চ্যালেঞ্জ” শীর্ষক একটি সেমিনারে অনুষ্ঠিত
নিউজ ডেস্ক:চট্টগ্রামে “উন্নত সংযোগের মাধ্যমে চট্টগ্রামের উন্নয়ন: সম্ভাবনা এবং চ্যালেঞ্জ” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। …