শনিবার , সেপ্টেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / সিংড়ায় করোনা জয়ী ১২ পুলিশ সদস্যদের বরণ

সিংড়ায় করোনা জয়ী ১২ পুলিশ সদস্যদের বরণ

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় করোনা জয়ী করে বীরের বেশে সিংড়া থানায় ফিরলেন ১২ জন পুলিশ সদস্য। রবিবার দুপুর ১ টার দিকে সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দিকী তাঁদের বরণ করে নেন। এসময় সিংড়া থানার ওসি (তদন্ত) সেলিম রেজা উপস্থিত ছিলেন।

সিংড়া উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: আমিনুৃল ইসলাম জানান, আজ ১২ জন পুৃলিশ সদস্যদের ছাড়পত্র প্রদান করা হয়েছে। সবাই বর্তমানে সুস্থ এবং কর্মস্থলে রয়েছে।

সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দীকি জানান, বাংলাদেশ পুলিশের সকল সদস্য করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছে। সিংড়া থানা ও এর ব্যতিক্রম নয়। আমরা মহান আল্লাহর উপর ভরসা রেখে পুলিশ সুপারের নির্দেশে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা করতে সার্বিকভাবে কাজ করেছি এবং সফল হয়েছি।

উল্লেখ্য: গত ১১ ও ১২ মে সিংড়া থানার সকল পুলিশ সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। ১৮ মে ১২ জন পুলিশ সদস্যদের করোনা পজেটিভ আসে। পরে তাদের সবাইকে আইসোলেশনে রাখা হয়।

আরও দেখুন

মহানবীকে নিয়ে কটুক্তি করায় প্রতিবাদে নন্দীগ্রাম ওলমা পরিষদের বিক্ষোভ মিছিল 

নিজস্ব প্রতিবেদক: বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিতের কটুক্তির প্রতিবাদে বগুড়ার …