নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
ঈশ্বরদীতে কেভিড-১৯ এ শনিবার একদিনে একজন চিকিৎসকসহ সর্বোচ্চ ৬ জন করোনা আক্রান্ত হয়েছে বলে সনাক্ত করা গেছে। শনিবার সন্ধায় রাজশাহী ল্যাব থেকে চিকিৎসকসহ মোট ৪ জনের ও ঢাকা ল্যাব থেকে ২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ বলে জানানো হয়েছে। এ নিয়ে উপজেলাটিতে সর্বমোট আক্রান্ত হলো ১৩ জন। আক্রান্ত ১৩ জনের ছয়জনই রূপপুর প্রকল্পে কাজে যোগ দিতে আসা শ্রমিক।
করোনা আক্রান্ত ব্যাক্তিরা হলো ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বদরুল আলমের মেয়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উম্মে হাবিবা, সুনামগঞ্জের বাজারের খোরশেদ মিয়ার ছেলে মাসুদ মিয়া, পাবনা চর ঘোষপুরের আফজাল হোসেনের ছেলে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের শ্রমিক আবু সাঈদ, নীলফামারী কিশোরগঞ্জ মুসিয়া পাড়ার শমসের আলীর ছেলে শামিউল হক, ঈশ্বরদীর দিয়াড় বাঘইল গ্রামের ইয়ার আলীর ছেলে শফিকুল ইসলাম, এবং শহরের অরনকোলা রোর্ডের সোহাগ গাজী।
উল্লেখিত ব্যাক্তিদের হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা গ্রহণ করার নির্দেশ দেয়া হয়েছে। অন্যদিকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ শফিকুল ইসলাম শামীম করোনা উপসর্গ নিয়ে পাবনা হাসপাতালে ভর্তি হয়েছেন। দুইদিন পূর্বে তাঁর মা করোনা উপসর্গ নিয়ে মারা যায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত চিকিৎসক শফিকুল ইসলাম শামিম রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাকে ঢাকাতে নেওয়ার প্রস্তুতি চলছিল।
আরও দেখুন
নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …