মঙ্গলবার , এপ্রিল ৮ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে ভাইস চেয়ারম্যানের ছেলেকে পিটিয়ে জখম

গুরুদাসপুরে ভাইস চেয়ারম্যানের ছেলেকে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে পূর্ব শত্রুতার জেরে উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখের ছোট ছেলে নাইম শেখ(২২)কে পিটিয়ে জখম করেছে তার দুই সহপাঠি। শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে উপজেলার গুরুদাসপুর হরিবাশরের সামনে একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে।

জানা যায়, কথা কাটাকাটির এক পর্যায়ে পৌরসভার গুরুদাসপুর বাজার এলাকার আরমানের ছেলে মাটি(২৩) ও একই এলাকার মৃত মক্কেলের ছেলে হাসু(২৪) চায়ের কাপ ও কাঁচের গ্লাস দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে নাঈম শেখ চিৎকার করলে স্থানীয়রা তাকে গুরুতর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

গাজায় গণহত্যার প্রতিবাদে বাউয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসন ও নির্মম গণহত্যার প্রতিবাদে ক্লাস বর্জন করে …