রবিবার , অক্টোবর ৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ৯’শ গ্রাম হেরোইনসহ ২ ব্যবসায়ী আটক র‌্যাব

চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ৯’শ গ্রাম হেরোইনসহ ২ ব্যবসায়ী আটক র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
আজ বৃহস্পতিবার গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর ইসলামবাদ এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ ২ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন,চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার লক্ষীনারায়নপুর গাজীপাড়ার রবিউল ইসলামের ছেলে মো. আমিরুল ইসলাম (৩০)ও একই এলাকার মো.সাইদুর রহমানের ছেলে মো. দুলাল মিয়া (৩৫)।

বৃহস্পতিবার সকালে র‌্যাবের পাঠানো এক প্রেসনোটে জানানো হয়, হেরোইন পাচারের গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ আজমল হোসেন এবং স্কোয়াট কোমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ মাসদ রানা এর নেতৃত্বে ৪ জুন রাত্রি ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর ইসলামাবাদ এলাকার পাকা রাস্তার উপর অভিযান চালানো হয়।

এসময় ১ কেজি ৯০০ গ্রাম হেরোইনসহ ২ জনকে হাতেনাতে আটক করা হয়।

উক্ত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।

আরও দেখুন

নানা কর্মসূচীর মধ্যদিয়ে বড়াইগ্রামে বিশ্ব শিক্ষক দিবস পালিত 

  নিজস্ব প্রতিবেদক: শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে …