শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / ঈদ করে দাদার বাড়ি থেকে ফেরা হলোনা শিফার

ঈদ করে দাদার বাড়ি থেকে ফেরা হলোনা শিফার

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কোদালকাটি এলাকায় পদ্মা নদীতে ডুবে নাবিলা খাতুন শিফা (১১) নামের এক শিক্ষার্থী মারা গেছে। গতকাল মঙ্গলবার (২ জুন) দুপুর ২ টার দিকে কোদালকাটি গ্রামে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে লাশ ভেসে উঠলে এলাকাবাসী তার মরদেহ উদ্ধার করে।

নাবিলা খাতুন শিফা উপজেলার চর আলাতুলি ইউনিয়নের কোদালকাটি গ্রামের শরিফুল ইসলামের মেয়ে। বর্তমানে নানার গোদাগাড়ী পৌর এলাকার গড়ের মাঠ গ্রামে বসবাস করত। সে মহিশালবাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। মা বাবার সাথে দাদার বাড়ি কোদালকাটিতে ঈদ করতে গেছিলেন শিফা, সেখান থেকে আর ফেরা হলো না। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে শিফাসহ ৪ জন পদ্মা নদীতে গোসল ধরতে যায়। গোসল করার সময় ৪ জন নদীতে স্রোতে ভেসে যাওয়ার সময় জেলেদের চোখে পড়লে তিনজনকে টেনে তুলতে পারলেও শিফা পানিতে তলিয়ে যায়। স্থানীয় জেলে ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হলে পরে রাত ১ টার দিকে নিজে নিজেই ভেসে ওঠে তখন স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

আলাতুলি ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়রা রাত ১ দিকে পদ্মা নদী থেকে শিফার মরদেহ উদ্ধার করে মরদেহ দাফন সম্পন্ন করে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …