নীড় পাতা / পূর্ববঙ্গ / ময়মনসিংহ / ঝিনাইগাতীতে এক সাংবাদিকসহ ৩জন করোনায় আক্রান্ত

ঝিনাইগাতীতে এক সাংবাদিকসহ ৩জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, শেরপুরঃ
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় এক সাংবাদিকসহ ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।আক্রান্তরা হলেন, নিউনেশনের শেরপুর জেলা প্রতিনিধি ঝিনাইগাতী উপজেলা সদরের বাসিন্দা রফিকুল ইসলাম (৪০), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত নার্সের স্বামী সুজন মিয়া (৩৭), উপজেলার ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী রেহানা পারভিন (২৬)।

ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জসিম উদ্দিন ২ জুন মঙ্গল সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পাঠানো নমুনা পরীক্ষার উপর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন গত এক সপ্তাহ পুর্বে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাদের নমুনা পাঠানো হয়েছিল। আক্রান্তদের স্ব,স্ব বাড়িতে থেকে চিকিৎসার পরামর্শ দেয়া হয়েছে। তাদের সংস্পর্শে আসা অন্যান্যদের নমুনা সংগ্রহ করা হবে বলে তিনি জানান।

আরও দেখুন

রাণীনগরে জামায়াতে ইসলামী 

মনোনীত এমপি প্রার্থীর  মোটরসাইকেল শোডাউন নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৬,(রাণীনগর-আত্রাই) আসনে …