সোমবার , এপ্রিল ২১ ২০২৫
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি শাহিনা রঞ্জু’র কবিতা ‘যত প্রেম তত ইবাদত’

কবি শাহিনা রঞ্জু’র কবিতা ‘যত প্রেম তত ইবাদত’

কবি: শাহিনা রঞ্জু

কবিতা: যত প্রেম তত ইবাদত

প্রেমকে ভেঙে ভেঙে
ক্ষুদ্র ক্ষুদ্র করে দেখি
ঈশ্বর দাঁড়িয়ে আছে
আমার প্রেমের উপর।
হাসতে হাসতে বলছে
নামাজ পূজা এসব ভিষণ তুচ্ছ
আমি ভালবাসার অপেক্ষায় থাকি
ইবাদতের অপেক্ষায় নয়
ফেরেস্তা বা স্বর্গদূত যাই বলো
অগণিত আছে সবখানে
তারা ব্যস্ত আছে ইবাদতে
তাতে আমার মন ভরেনি
শুধু প্রেমের খেলা খেলবো
তাইতো আদম সৃজন
আমার আদম আমার প্রেম
যত প্রেম তত ইবাদত।

আরও দেখুন

আজ চৈত্র সংক্রান্তি, চৈত্র মাসের শেষদিন। ‘সংক্রান্তি’ বলতে বোঝায় মাসের শেষ দিনে সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে উত্তরণ

চৈত্র সংক্রান্তি -শেখর কুমার সান্যাল,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, আজ চৈত্র সংক্রান্তি, চৈত্র মাসের শেষদিন। ‘সংক্রান্তি’ বলতে বোঝায় মাসের …