শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে এক জনের মৃত্যু

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে এক জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড়:
পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে আলী হোসেন (২৭) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী হোসেনর বাড়ি পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ফুলপাড়া এলাকার। তিনি ওই এলাকার আব্দুল হামিদের ছেলে।

স্থানীয়রা জানায়, আলী হোসেন প্রতিদিন তার ব্যাটারি চালিত ইজিবাইকটি বাড়িতেই বিদ্যুতের সাহায্যে চার্জ করতেন। আজ ভোরে চার্জে থাকা ইজিবাইকের ব্যাটারি থেকে বিদ্যুতের লাইনের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হঠাৎ বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি।

এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পঞ্চগড় সদর থানার ওসি আবু আক্কাস আহমদ বিদ্যুৎস্পর্শে ওই ইজিবাইক চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …