শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / হিলিতে ৭ হাজার ৪শ ৫০ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু

হিলিতে ৭ হাজার ৪শ ৫০ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক, হিলি
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দিনাজপুরের হিলিতে ৭ হাজার ৪৫০টি গরীব, অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে ১৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে।

আজ সোমবার সকালে হাকিমপুর পৌরসভা প্রাঙ্গন থেকে এই চাল বিতরণের কর্মসুচির উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম। এসময় সেখানে পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, প্যানেল মেয়র মিনহাজুল ইসলামসহ সকল কাউন্সিলরগন উপস্থিত ছিলেন।

হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত জানান, সকলে যেন ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বরাদ্দকৃত হাকিমপুর পৌরসভা সহ ৩টি ইউনিয়নে ৭ হাজার ৪৫০টি পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ১৫ কেজি করে চাল বিতরন করা হচ্ছে। অতি দরিদ্রদের জন্য সরকারের নেওয়া সামাজিক নিরাপত্তা বেষ্টনি কার্যক্রম ভালনারেবন গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসুচির আওতায় এই চাল বিতরণ শুরু হয়েছে।

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …