নিজস্ব প্রতিবেদক, শেরপুর:
শেরপুরের ঝিনাইগাতীতে ১৫৪ পিছ ইয়াবাসহ ইমরুল কায়েস (৪০) নামে এক ইয়াবা সম্রাট কে গ্রেফতার করেছে র্যাব ১৪ জমালপুর। ৩১ মে রবিবার তেতুলতলা বাজার থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কায়েস উপজেলা সদরের মৃত লুৎফর রহমানের ছেলে। র্যাব ও পুলিশ সূত্রে জানাগেছে রবিবার রাত ৮ টায় উপজেলার তেতুলতলা বাজার থেকে অভিযান চালিয়ে কায়েসকে গ্রেফতার করেন এ সময় ১৫৪ পিছ ইয়াবা, ২ টি মোবাইল সেট ও ৫৪০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৪৬ হাজার টাকা।
র্যাব ১৪, সিপিসি-১ জামালপুরের কম্পানী কমান্ডার (পুলিশ সুপার) তোফায়েল আহাম্মেদ জানান গ্রেফতারকৃত কায়েসকে জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে সে দীর্ঘ দিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয় বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। এ ব্যাপারে মাদক আইনে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সারোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সোমবার দুপুরে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ গ্রেফতারকৃত কায়েসকে আদালতে সোপর্দ করা হয়েছে।