নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া
নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ১০তম একাডেমিক কাউন্সিল সভা সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল এর সভাপতিত্বে সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় ৯ম একাডেমিক কাউন্সিল সভার উল্লেখযোগ্য সিদ্ধান্তসমূহ পর্যালোচনা, অনুমোদন, চাকুরী স্থায়ীকরণ এবং বার্ষিক বর্ধিত বেতনের জন্য ‘বোর্ড অব অফিসার্স’ গঠন এবং অনুমোদন, ইউজিসিতে প্রেরণের জন্য এমএ (ইংরেজি) এবং এলএলএম প্রোগ্রামের সিলেবাস অনুমোদন, ফল ২০১৮ সেমিস্টারের সকল ব্যাচের রেফার্ড/ইমপ্রভমেন্ট রেজাল্ট অনুমোদন।
এছাড়া ব্যক্তিগত সমস্যার কারণে ০৩ জন শিক্ষার্থীর সেমিস্টার ড্রপের আবেদন অনুমোদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন সিন্ডিকেট কর্তৃক মনোনীত একাডেমিক কাউন্সিল সভার সদস্য- রুয়েট এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ইকবাল মতিন, ট্রেজারার, বোর্ড অব ট্রাস্ট্রিজ মনোনীত সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কর্তৃক মনোনীত অন্যান্য সদস্যবৃন্দ।