সোমবার , এপ্রিল ২১ ২০২৫
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কানিজ ফাতেমা খুশী’র কবিতা ‘মৃত্যুর আলিঙ্গন শিখা’

কানিজ ফাতেমা খুশী’র কবিতা ‘মৃত্যুর আলিঙ্গন শিখা’

কবি: কানিজ ফাতেমা খুশী

কবিতা: মৃত্যুর আলিঙ্গন শিখা

ক্ষণিকের তরে ক্ষণজন্মা
কেন করি এত খাই, পাই !
আসছি একা যাবো একা
সঙ্গে যাবে না তো কেউ ।

প্রিয় মানুষ যতই প্রিয় হোক
রেখে আসবেই একা একা
দু’মুঠো মাটি কার ভাগ্যে হবে
দেবে, শেষ বিদায়ে দেখা !

আকাশ-জমিনের কত কোলাহল
থাকবে না স্মৃতিপটে লেখা
ঘর-গেরস্থালী সবই থাকবে পরে
যেটা যেখানে ছিল সেথা।

মায়ার বনসাই মলিন হবে
ধীরে ধীরে নিয়মের অগোচরে
কান্নাগুলো শুকিয়ে গিয়ে
হাসিতে পরিণত হবে।

কোথায় মায়া, কোথায় রতন
খুঁজবে কে কোথায় !
জন্ম তোমার ভুলেই যাবে
মৃত্যুর আলিঙ্গন শিখায়।

৩০ মে ২০২০, ধানমণ্ডি, ঢাকা

আরও দেখুন

আজ চৈত্র সংক্রান্তি, চৈত্র মাসের শেষদিন। ‘সংক্রান্তি’ বলতে বোঝায় মাসের শেষ দিনে সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে উত্তরণ

চৈত্র সংক্রান্তি -শেখর কুমার সান্যাল,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, আজ চৈত্র সংক্রান্তি, চৈত্র মাসের শেষদিন। ‘সংক্রান্তি’ বলতে বোঝায় মাসের …