নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
নাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে সিনহা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার হিজলি সোনাপুর দিঘাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সিনহা নাটোর সদর উপজেলা জাঠিয়ান গ্রামের জালাল উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানায়, সিনহা এই ঈদে মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে আসে। গতকাল বিকেল ৩ টার পর থেকে শিশু সিনহাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিংও করা হয়। অকে খুঁজাখুজিঁর পর তাকে পাওয়া যায়নি। পরে আজ সকালে বাড়ির পাশের পুকুরে মৃত দেহটি ভেসে উঠে। স্থানীয়দের ধারণা খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
বাগাতিপাড়া খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক জানান, আমরা ঘটনা শুনেছি। পরিবারের পক্ষ থেকে আজ সকালে বিষয়টি আমাদের জানানো হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করবো এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবো।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …