রবিবার , অক্টোবর ৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়ায় এক দিনে ৫০ জনের করোনা পজেটিভ
বগুড়া

বগুড়ায় এক দিনে ৫০ জনের করোনা পজেটিভ


নিউজ ডেস্কঃ

বগুড়ায় নতুন করে আরও ৫০ জনের দেহে করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪০ জন। বুধবার (২৭ মে) রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ৩৬ জন ও নারী ১৪ জন। সবার বয়স এক বছর থেকে সর্বোচ্চ ৭৩ বছরের মধ্যে। এদের মধ্যে বগুড়া সদরের ৩৩ জন, গাবতলীর আটজন, শাজাহানপুরের পাঁচজন, সোনাতলার দুইজন, কাহালু ও নন্দীগ্রামের একজন করে রয়েছেন।

বুধবার তিন শিফটে নমুনা পরীক্ষা হওয়ায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে ২৮২ জনের ফলাফল এসেছে। এর মধ্যে বগুড়ার ১৬৬ (৫০ পজিটিভ), জয়পুরহাটের ৪৮ (১ পজিটিভ), সিরাজগঞ্জের ৬৫ (১ পজিটিভ) এবং গাইবান্ধার ৩ (সব নেগেটিভ)।

বগুড়ায় এখন পর্যন্ত মোট ২৪০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন। মারা গেছেন একজন। চিকিৎসাধীন রয়েছেন ২২১ জন।




সূত্রঃ জাগো নিউজ

আরও দেখুন

নানা কর্মসূচীর মধ্যদিয়ে বড়াইগ্রামে বিশ্ব শিক্ষক দিবস পালিত 

  নিজস্ব প্রতিবেদক: শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে …