রবিবার , সেপ্টেম্বর ৮ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / হালতি বিলে ঘটনাস্থল থেকে ১৫ কি.মি দূরে মিললো শিক্ষকের মরদেহ

হালতি বিলে ঘটনাস্থল থেকে ১৫ কি.মি দূরে মিললো শিক্ষকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা
নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতিবিলে বেড়াতে গিয়ে নৌকা থেকে পড়ে যাওয়ার দুইদিন পর রাজশাহী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক মোখলেছুর রহমানের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। গত শনিবার বিকেলে নলডাঙ্গা উপজেলার হালতিবিলের খোলাবাড়িয়া গ্রামে বিলের পানিতে তলিয়ে যার শিক্ষক মোখলেছুর।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান জানান, শনিবার রাজশাহী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফিন্যান্স বিভাগের শিক্ষকরা নৌকা ভ্রমনে নাটোরের নলডাঙ্গার হালতিবিলে যায়। নৌকাতে চড়ে বিলের খোলাবাড়িয়া এলাকায় বেড়ানোর সময় প্রচন্ড ঢেউয়ের ধাক্কায় নৌকা থেকে পানিতে পড়ে যায় প্রাপ্তি সাহা নামে এক শিক্ষিকা। এ সময় তাকে পানি থেকে তুলতে গিয়ে পানিতে ঝাঁপ দেন শিক্ষক মোখলেছুর রহমান ও নৌকার মাঝি সোহাগ হোসেন। পরে মাঝি সোহাগ হোসেন প্রাপ্তি সাহাকে উদ্ধার করলেও বিলের পানির নিচে তলিয়ে যায় শিক্ষক মোখলেছুর রহমান। খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে শিক্ষককে উদ্ধারের জন্য অভিযানে নামে। টানা দুই দিন তীব্র ঢেউয়ের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হয়।

সোমবার সকালে ডুবুরি দলের সাথে স্থানীয়রাও উদ্ধার অভিযানে নামে। এসময় ঘটনাস্থল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে মহিশমারি এলাকায় শিক্ষক মোখলেছুরের লাশ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা লাশটি উদ্ধার করে।

আরও দেখুন

রাণীনগরে মারপিটে আহত গৃহবধুর 

মৃত্যু নিজস্ব প্রতিবেদক, রাণীনগর: নওগাঁর রাণীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র  করে মারপিটে আহত গৃহবধু রিজিনা বিবি …