শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বড়াইগ্রামে বিধবা নারীকে ধর্ষণের চেষ্টাঃ গ্রাম পুলিশ আটক

বড়াইগ্রামে বিধবা নারীকে ধর্ষণের চেষ্টাঃ গ্রাম পুলিশ আটক

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ

নাটোরের বড়াইগ্রামে প্রধানমন্ত্রীর দেয়া আড়াই হাজার টাকা মোবাইল ফোনে এসেছে কিনা তা চেক করার কথা বলে ডেকে নিয়ে এক বিধবা নারীকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে।

রোববার উপজেলার নগর ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় অভিযুক্ত গ্রাম পুলিশ হযরত আলী (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। হযরত আলী পাঁচবাড়িয়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। সে নগর ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ হিসাবে কর্মরত। থানা ও এলাকাবাসী সুত্রে জানা যায়, রোববার গ্রাম পুলিশ হযরত আলী ঐ নারীকে (৩৫) মোবাইলে কল দিয়ে নিজ বাড়িতে ডেকে নেয়। এ সময় প্রধানমন্ত্রীর দেয়া টাকা এসেছে কিনা তা যাচাইয়ের নামে কিছুক্ষণ মোবাইল টিপে টাকা আসেনি বলে জানায় সে। এক পর্যায়ে বারান্দা থেকে ওই বিধবা নারীকে টেনে-হেঁচড়ে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে ওই লম্পট গ্রাম পুলিশ। এ সময় ঐ নারীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় অভিযুক্ত হযরত আলীকে গ্রেপ্তার করেছে।

বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে সন্ধ্যায় হযরত আলীকে আটক করা হয়েছে। পরে ঐ নারীর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …