সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / চাঁপাইনবাবগঞ্জে এক রশতিে ঝুলে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জে এক রশতিে ঝুলে স্বামী-স্ত্রীর আত্মহত্যা


নিজস্ব প্রতিবেদক, চাপাইনবাবগজ্ঞঃ

চাঁপাইনবাবগঞ্জে এক রশিতে ঝুলে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছে। আজ রবিবার সন্ধায় নিজ বাড়ীতে এঘটনা ঘটায়।নিহতরা হল-চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের লক্ষীনারায়ণপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে  সুমন ও সুমনের স্ত্রী তাজরিন। 

ইসলামপুর ইউনিয়নের এক নাম্বার ইউপি সদস্য তুফানী আলী জানান, বিকেল হতে স্বামী-স্ত্রী ঘরের মধ্যে অবস্থান করছিল। পরে সন্ধ্যায় তারা ঘর হতে বের না হলেও বাড়ীর অন্য সদস্যরা তাদের ডাকাডাকি করে। এক পর্যায়ে ভেতর হতে কোন শব্দ না পেলে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এক রশিতে ঝুলন্ত মরদেহ দেখতে পাই তারা। পরে বিষয়টি থানা পুলিশ কে জানালে পুলিশ সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ওসি জিয়াউর রহমান জানান, আত্মহত্যার কারন জানা যায়নি। তবে ধারনা করা হচ্ছে পারিবারিক ঝামেলার কারনে তারা আত্মহত্যা করে থাকতে পারে।

ওসি আরও জানান,নিহত স্বামূ-স্ত্রী মাত্র পাঁচ মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়।

আরও দেখুন

লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …